Monday, April 11, 2011

নিয়তির রহস্য

নিয়তির অস্তিত্ব কোথায়?

যেখানে স্বপ্ন হারায়?

না প্রতিদিনের বাস্তবতায়?

কেন বারবার বাঁধা পড়ে যাই এ ধাঁধায়?

অবাধ্য আবেগগুলোর বিস্তৃত বিদ্রোহ

তোলপাড় করে দেয় ভাবনার রাজ্য

তাতে নিয়তির আসন টলে না একটুও

তারপর মিথ্যে জোছনার মায়ায় স্বপ্নের গ্রহে সন্ধ্যা নামে,

কালো মেঘে ঢেকে থাকে অচেনা আকাশ

ক্রমশ আমাকে গ্রাস করে তার অস্তিত্ব,

নেশার মতো আস্তে আস্তে ক্ষয় করে দেয়

আমাকে,তোমাকে,সবকিছুকে

কোনটা নিয়তি আর কোনটা ব্যর্থতা?

কেন অবিরত এই ক্ষয়ে যাওয়া?

যেখানে স্বপ্নের শেষ

সেখানেই কি নিয়তির শুরু?

Tuesday, April 5, 2011

বৃষ্টির জন্যে

একলা আমি হেঁটে বেড়াই রাজপথে,

বৃষ্টি এসে ভিজিয়ে দেয় আমায় আনমনে।

মনে পড়ে সেই শৈশব আর কৈশোর,

এখন নিজেকে কেবল মনে হয় শুকনো বালুচর।

হাঁটুপানি পাড়ি দিয়ে যেতাম স্কুলে,

লেখাপড়া সব হারিয়ে যেত মনের সুখে।

বৃষ্টিভেজা মাঠে ফুটবল সকাল-বিকাল,

এখন বৃষ্টি আর মাঠ-দুইয়ের-ই বড় আকাল।

আজকের বৃষ্টি নয় আর আনন্দের,

টেনশন হয় কেবলই স্যুট-বুট আর মোবাইলের।

বদলে গেছে জীবন ভীষণ,

এখন মনের বৃষ্টি হয় কারণ-অকারণ।

তবুও সান্ত্বনা,

প্রিয় বৃষ্টি, তোমায় ছাড়া দিন তো কাটাতে হচ্ছে না!

অর্থহীন ভাবনা

হারিয়ে যাওয়া কিছু স্মৃতি,

কিছু থমকে থাকা দৃশ্যপট

কাল্পনিক ভাবনাগুলো দরজা ঘেঁষে দাঁড়ায়,

আর ক্রমশঃ ক্রন্দনরত অবাস্তব বাস্তবতা

বারবার জানান দেয় তার আর্তনাদ

ঝাপসা চোখে দেখা যায় না কিছুই

না হওয়ার না পাওয়ার গল্পে,

নিয়ত যুক্ত হয় নতুন নতুন অংশ

জানি অতীতকে ফেরানো যায় না,

বর্তমানকে ধরে রাখা হয় অসম্ভব,

আর ভবিষ্যৎ? সে তো আরও ভ্রান্ত ভাবনা।

তবু থামে না এ জীবন,

থামে না এ পথ চলা

সাথে বাড়তে থাকে জটিলতা

বড় বেমানান তার সাথে এ কবিতা,

যেমন বেমানান ছিল তোমার অস্তিত্ব,

আর তোমার বুলিভরা সস্তা প্রতিশ্রুতির সমাবেশ