একলা আমি হেঁটে বেড়াই রাজপথে,
বৃষ্টি এসে ভিজিয়ে দেয় আমায় আনমনে।
মনে পড়ে সেই শৈশব আর কৈশোর,
এখন নিজেকে কেবল মনে হয় শুকনো বালুচর।
হাঁটুপানি পাড়ি দিয়ে যেতাম স্কুলে,
লেখাপড়া সব হারিয়ে যেত মনের সুখে।
বৃষ্টিভেজা মাঠে ফুটবল সকাল-বিকাল,
এখন বৃষ্টি আর মাঠ-দুইয়ের-ই বড় আকাল।
আজকের বৃষ্টি নয় আর আনন্দের,
টেনশন হয় কেবলই স্যুট-বুট আর মোবাইলের।
বদলে গেছে জীবন ভীষণ,
এখন মনের বৃষ্টি হয় কারণ-অকারণ।
তবুও সান্ত্বনা,
প্রিয় বৃষ্টি, তোমায় ছাড়া দিন তো কাটাতে হচ্ছে না!
No comments:
Post a Comment