হারিয়ে যাওয়া কিছু স্মৃতি,
কিছু থমকে থাকা দৃশ্যপট।
কাল্পনিক ভাবনাগুলো দরজা ঘেঁষে দাঁড়ায়,
আর ক্রমশঃ ক্রন্দনরত অবাস্তব বাস্তবতা
বারবার জানান দেয় তার আর্তনাদ।
ঝাপসা চোখে দেখা যায় না কিছুই।
না হওয়ার না পাওয়ার গল্পে,
নিয়ত যুক্ত হয় নতুন নতুন অংশ।
জানি অতীতকে ফেরানো যায় না,
বর্তমানকে ধরে রাখা হয় অসম্ভব,
আর ভবিষ্যৎ? সে তো আরও ভ্রান্ত ভাবনা।
তবু থামে না এ জীবন,
থামে না এ পথ চলা।
সাথে বাড়তে থাকে জটিলতা।
বড় বেমানান তার সাথে এ কবিতা,
যেমন বেমানান ছিল তোমার অস্তিত্ব,
আর তোমার বুলিভরা সস্তা প্রতিশ্রুতির সমাবেশ।
No comments:
Post a Comment