Monday, April 11, 2011

নিয়তির রহস্য

নিয়তির অস্তিত্ব কোথায়?

যেখানে স্বপ্ন হারায়?

না প্রতিদিনের বাস্তবতায়?

কেন বারবার বাঁধা পড়ে যাই এ ধাঁধায়?

অবাধ্য আবেগগুলোর বিস্তৃত বিদ্রোহ

তোলপাড় করে দেয় ভাবনার রাজ্য

তাতে নিয়তির আসন টলে না একটুও

তারপর মিথ্যে জোছনার মায়ায় স্বপ্নের গ্রহে সন্ধ্যা নামে,

কালো মেঘে ঢেকে থাকে অচেনা আকাশ

ক্রমশ আমাকে গ্রাস করে তার অস্তিত্ব,

নেশার মতো আস্তে আস্তে ক্ষয় করে দেয়

আমাকে,তোমাকে,সবকিছুকে

কোনটা নিয়তি আর কোনটা ব্যর্থতা?

কেন অবিরত এই ক্ষয়ে যাওয়া?

যেখানে স্বপ্নের শেষ

সেখানেই কি নিয়তির শুরু?

No comments:

Post a Comment