Friday, June 17, 2011

প্রতীক্ষা

প্রতীক্ষায় আছি তাই,

এখনো পথ চলি।

বাউন্ডুলে আর ভবঘুরে হয়ে,

এই শহরের রাজপথ, অচেনা গলিতে।

প্রতীক্ষায় আছি সেই বৃষ্টির-

যে ধুয়ে মুছে দেবে মনের কুৎসিত দাগগুলো,

আর তোমার বোবা কান্না হয়ে

কারণে-অকারণেই ঝরবে না।

প্রতীক্ষায় আছি সেই সূর্যের-

যার আলোর তীব্রতায় অসহায় হবে

মিথ্যে আর অপরাধগুলো,

আলোকিত করে দেবে এই মানুষদের।

প্রতীক্ষায় আছি সেই তোমার-

যে তুমি হারার আগেই হার মানবে না,

জীবনের দোহাই দিয়ে প্রতিদিন মৃত হবে না।

প্রতীক্ষায় আছি তাই-

অদেখা অচেনা অযাচিত ভাবনায়।

No comments:

Post a Comment