Friday, June 17, 2011

নির্বোধ আনন্দ

তবুও কিছু সূর্যালোক বেঁচে থাকে,

আঁধারের চোখ রাঙ্গানিতে।

গভীর অমাবস্যার রাতে,

কিছু জোনাকি ঠিকই আলো জ্বালে।

চারপাশে যখন রক্তের উৎসব, হিংসার ভাষায় চলে কথোপকথন,

কিছু মানুষ তবুও গায় মানবতার গান।

কারণ রোদমাখা দিনের যেমন শেষ আছে,

তেমনি সূর্যও আসে অমাবস্যার আকাশ ফুঁড়ে।

তাই শত হতাশার মাঝেও আশা খুঁজে বেড়াই,

চাই না আর অজানা আগামীর দোহাই।

অন্তত আজকে আমি খুশি থাকতে চাই!

No comments:

Post a Comment