Friday, June 17, 2011

অলৌকিক ভাবনা

এখানে এখন রাত্রি নামে

সব কল্পনার পায়ে শিকল বেঁধে।

মানুষের ঢেউ আছড়ে পড়ে

বোবা অনুভূতিগুলোর দেয়াল জুড়ে।

আর আমি অশরীরী হয়ে,

নিজের ছায়া খুঁজে বেড়াই।

সময়ের মিথ্যে প্রতিজ্ঞা আর বিবর্ণ বাস্তবতা

আমার শৈশব-নদীর হারানো স্রোতের ক্রন্দনকে

আরো তীব্র করে তোলে।

স্বপ্নের ফেরিওয়ালা নিঃস্ব হয়ে হেঁটে বেড়ায়,

তার পদচিহ্ন ছুঁয়ে ছন্দ হারিয়েছে এইসব কাব্য।

আর অবচেতন মন জন্ম দিয়ে যায় কিছু কিছু ভাবনার,

লৌকিকতা হারানো তাই অযৌক্তিক কিছু নয়।

No comments:

Post a Comment