অলস দুপুর পেরিয়ে যায়,
দৃষ্টিহীন সন্ধ্যার সন্ধানে।
সে যাত্রা অবধারিত। সংজ্ঞায়িত।
নীল সমুদ্রের অসীম জলরাশি,
তার মাঝে হারিয়ে যায়
আকাশ থেকে ছুটে পড়া তারাটি।
যার খবর কেউ রাখেনা,
তার জন্যে থামেনা সাগরের ঢেউ।
অন্ধকারের নির্বিরোধ ডাকে,
সাড়া দিয়েছিল যে মুহূর্তগুলো
সবাই হারিয়ে গিয়েছে মহাকালে।
সেই সময়গুলোর মিথ্যে সাক্ষীতে,
নীরবেই মনে শ্যাওলা জমেছে।
বিলীন হওয়া দুপুর আর তারাগুলোর
মতো আমিও আজ অনেকটা অস্তিত্বহীন।
No comments:
Post a Comment