পক্ষপাতহীন নির্দোষ অথচ নির্বোধ ভালবাসায়,
দখল হয়ে যাওয়া হৃদয় নিয়ে
কংক্রিটের শহরে জীবন দাবি করেছি কত!
কত জন-ই বা জানে এই শহরেরও আছে
অন্যরকম এক জীবন,
তার মনেও কত দুঃখ।
এই সভ্য নাগরিকেরা শুধু সুবিধাই ভোগ করতে জানে,
পাকা খদ্দেরের মতো শুধু ধর্ষণ করতে জানে।
জানে না ভালবাসতে,
জানে না কাছে টেনে নিতে।
প্রতিটি রাত প্রতিটি ভোর শেষে,
তাই একাকীত্বের পৌন:পুনিকতায় শহর ডুবে থাকে।
সবকিছু যেন বৃত্তের মত,
এক বিন্দু থেকে শুরু হয়ে
অনেক পথ পাড়ি দিয়ে সেই শুন্যে ফিরে আসে।
অচেনা তবুও শহরের অনেক আপন এইসব মরীচিকা,
তার দোহাই দিয়ে আমরা পেয়ে যাই নাগরিক জীবন।