Sunday, December 25, 2011

নির্ঘুম কবিতা

অন্তহীন রাত্রির সম্মোহনে,

জেগে থাকে অস্পষ্ট কিছু আবেগ

লোডশেডিং-এ চেনা রাস্তায়,

দু’একবার আলগা হোঁচট খেয়ে বাড়ি ফেরে স্বপ্নেরা

অনেকদিন আর অনেকগুলো রাতের পর,

কিছু ঝাপসা স্মৃতি আবার মঞ্চায়িত হয়

অস্তিত্বহীন অতীত আর অধিকারহীন ভবিষ্যতে,

আমার বর্তমান ফ্যাকাসে হতে থাকে

জোছনার মায়া বাড়তে থাকে রাতভর,

আমি জেগে থাকি সেই মায়ায় হারিয়ে

No comments:

Post a Comment