Sunday, December 25, 2011

নির্জনতার কোলাহল

এখানে এখন বাস করে অদ্ভুত এক নীরবতা,

কোলাহলময় নীরবতা

ফিসফিস করে তারা সাক্ষী দেয়,

অতীতের প্রতারণার কিংবা নিজের ভ্রান্ত আশার।

তারা বলে যায় সেই সব প্রতিশ্রুতির কথা,

যা দেখিয়েছিল বিস্মৃত সময়।

পরিচিত স্পর্শগুলো দীর্ঘশ্বাস হয়ে,

ছায়ার শরীর তাড়া করে ফেরে

নিঃশব্দেই রাতগুলো দীর্ঘ হয়ে যায়,

মহাকালের বিশাল মঞ্চে নিপুণ নাটক চলে মনুষ্যত্বের

আর এই ব্যস্ত নগরের পিচঢালা পথে

আমার প্রার্থনাগুলো নিয়ত পিষ্ট হতে থাকে,

সময়হীনতায়, ক্রমশঃ অসম্ভব বাস্তবতায়

No comments:

Post a Comment