Sunday, December 25, 2011

অচেনা স্পর্শ

তবুও কিছু স্পর্শ অনুভূতির বাইরে রয়ে যায়

বোবা চিৎকার,

অশ্রুহীন কান্নার মতো

পলাতক সময়ের খোঁজে হারায় ভালবাসা,

গুটি গুটি পায়ে দরজায় দাঁড়ায় অতীত

ঝাপসা চোখে শুধু কিছু বৃষ্টির ফোঁটা ধরা দেয়,

অলস শরীর যেন হার মানতেই অপেক্ষায় ছিল

দেবতার ঘুম আর ভাঙায় না প্রার্থনার তোড়জোড়

অচেনা সেই স্পর্শগুলো,

অচেনা সেই স্বর্গ,

বিছিন্ন দ্বীপের মতো ভেসে বেড়াতে থাকে

একাকীত্বের সংজ্ঞায়

No comments:

Post a Comment