তুমি আছো জেনে আমি বাঁচিয়ে রেখেছিলাম,
কিছু স্মৃতি...
ক্লান্তিহীন নির্ঘুম রাত কাটিয়েছিলাম,
জোছনার মায়াকে আপন করে।
শেষ বাসে করে বাড়ি ফেরার পথে,
গান গেয়েছিলাম বেসুরে।
তখনো শুন্যতা ছিল পরিচিত বিস্ময়ে,
ছিল শেয়ারবাজারের লাগামহীন দরপতন।
তবুও তুমি আছো জেনে আমি
বাঁচিয়ে রেখেছিলাম আমাকে।
সেইসব আলোকবর্ষ পার করে দিয়ে,
এখন একাকীত্ব বেঁচে থাকে মাথা উঁচিয়ে।
আমি আর বাঁচিয়ে রাখতে পারিনি
পরাজিত আমাকে।
No comments:
Post a Comment