Thursday, March 31, 2011

বৃষ্টির শহরে আমি এবং আমরা

রাতভর চলছে বৃষ্টির উৎসব,

যেন শহরের কলুষতা সে ধুয়ে দিতে চায়।

নিয়ন আলোর মায়ায় বন্দী ঐ জোছনা,

ঠিক আমার জানালায় এসে দাঁড়ায়।

ধূসর ধুলো জমে ছিল সেখানে,

আর ঘুণে ধরা স্মৃতির পাতা।

ছায়াগুলো বাড়তে থাকে,

বাড়তে থাকে আমার নিঃসঙ্গতা...

ভেসে আসে বৃষ্টির একঘেয়েমি গান।

দেখতে দেখতে স্বপ্নগুলোর শবযাত্রায় ভিড় জমে যায়,

ভবঘুরের মতো ঘুরে বেড়ায় তারা।

জীর্ণ আমাকে যেন

ক্রমশ আরও ঠেলে নিয়ে যায় ভ্রান্ত পথে।

স্তব্দ আমি ক্লান্তিহীনতায় এগুতে থাকি

অবিরত...

Saturday, March 26, 2011

ভালবাসার সংলাপ

তুমি আছো বলেই আমি ভুলেছি আমাকে,

জেনেছি গভীরতম দুঃখও মাঝে মাঝে

কারো হাসিতে হারিয়ে যেতে পারে

ঠিক যেমন বিদীর্ণ মরুর বুকে জন্ম নেয় ছায়াবৃক্ষ

কল্পনার বিস্ময়তা ভীরু চোখে তাকায়

আমার বাস্তবতাকে,

তোমার স্পর্শে যেন লাল গোলাপটিও জেগে উঠে,

জেগে উঠে কবিতার শব্দগুলো

নীরব চাহনি যে এত কিছু বলে,

তাও তোমার জন্যই যেনেছি

অনেক কিছু জেনেও,

যেন নির্বোধ হয়ে থাকি তোমার কাছে

এক মুহূর্তে আমি ক্লান্তিহীন আনন্দে,

ঠিক পরের মুহূর্তে বিষাদের রাজ্যে

চলতে থাকে এ রাজ্য বদল,

চলতে থাকে তোমার হেঁয়ালি ভালবাসা

যুদ্ধ চাই

শান্তি চাই মোরা,

শান্তিপ্রিয় মানুষ

ট্যাঙ্ক আর ফ্রিগেটের তুমুল আয়োজনে

শান্তি ছড়িয়ে দিই এ ধরায়

আমাদের বুলেট খতম করে ইচ্ছেমত

কিছু তথাকথিত সন্ত্রাসী কিছু বিপ্লবী

আর তার আড়ালে ঝরে যায়

হাজার হাজার নিরীহ প্রাণ

কে ভাবে তাদের নিয়ে?

হয়তো কিশোরটি রাস্তায় গিয়েছিল

অসুস্থ মায়ের ওষুধ নিতে,

ছোট্ট শিশুটি ছিল বাবার কোলে,

নির্বোধ বোমা কিইবা বুঝবে তার?

যেখানে চরম সভ্য হয়েও আমরা বুঝতে চাই না

কি চাই আমরা?

শান্তির নামে জ্বালানী?

কবে থামবে এ প্রহসন?

শান্তির নামে এ কি অশান্তির মেলা?

সরকার-বিদ্রোহী এত কঠিন কঠিন শব্দ আমি বুঝি না,

আমি একটাই যুদ্ধ বুঝি...

যে যুদ্ধ হবে সত্যের,

যে যুদ্ধে সাম্রাজ্যবাদীদের পরাজয়ে

হবে মানবতার জয়

Tuesday, March 15, 2011

জীবন-গণিত

কি চেয়েছ তুমি আর কি পেয়েছ?

অসমতার সমীকরণে ঘুরপাক কি খেয়েছ?

একটাই ধ্রুব এ সমীকরণে,

এমনকি তুমিও থাক চলকের বেশে!

গোলকধাঁধা নাকি সরল ভ্রমন?

এই ভেবে

ক্যালকুলাসের মাথা ঘুরে যায়,

মেকানিক্স করে আত্মসমর্পণ।

প্রেমিকার চোখে লেগে থাকা

কিছু রহস্যময়তা!!

বামপক্ষ ডানপক্ষের

অনর্থক বাকবিতণ্ডা

মনে করি’র স্বাধীনতায়,

নাটাই ছেঁড়া রঙিন ঘুড়ি উড়ে যায়।

সহজ নয় এ জীবনের সরল সমীকরণ,

bodmas সূত্র-ও অবাক তাকিয়ে রয়।

Tuesday, March 8, 2011

সভ্যের অসভ্যতা

আর কতো নামতে বাকি তোমার?

নিজেকে দাবি করো সভ্য!

হিংস্র পশুগুলোও লজ্জা পায় তোমার অসভ্যতায়,

তোমার পাশবিকতায়।

চারপাশ ভরে আছে আজ বোবা কান্নায়,

ভরে আছে মানবতার বিদীর্ণ চিৎকারে।

খেয়ালী মুখোশের আড়ালে

বারবার মিশে যাও জনতার ভিড়ে।

আর কতো নামতে বাকি তোমার?

শুধু ভাবো তুমিই পারো,

তুমিই পারো নির্মমতার বুলডোজার চালাতে।

ভুলে যেতে চাও অসহায়েরও সহায় রয়েছে।

একদিন ঠিক আসবে,

যেদিন সব এক হয়ে

তোমার অহংকারের ভ্রান্ত দেয়াল গুঁড়িয়ে দেবে।

আমি শত কণ্ঠস্বর হয়ে

সেদিনের মিছিলে গাইবো বিজয়ের গান।

Thursday, March 3, 2011

পরিচয়

আমি সভ্য মানুষ,

বড়ই ভদ্র

একটুও না ভেবে মিথ্যে বলতে পারি,

চুপচাপ মেনে নিতে পারি অন্যায় দুর্নীতি

সময়ের স্রোতে গা ভাসিয়ে যাই,

কি দরকার দেশ-দশ নিয়ে ভাবার?

অন্যকে দোষ দিতে অযথা চিন্তা করি না,

নিজের দোষ খুঁজে সময় নষ্ট করার সময় পাই না

এসি গাড়িতে বসে শীতল বাতাস খেতে ভালবাসি,

রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে দেখে বিচলিত হই না

টিভি-পত্রিকায় ন্যায়ের কথা বলি,

আর নিজে ডুবে থাকি দুর্নীতির সাগরে

পহেলা বৈশাখ আর ফেব্রুয়ারীতে বাংলা আওয়াজ ছাড়ি,

বাকি দিনগুলোয় চালাই ইংরাজী।

হাত গুটিয়ে বলতে ভালবাসি,

“আমার কিছু করার নাই,দোষ ঐ সিস্টেমের”!

এই হল আমার পরিচয়,

মানুষ আমি ভালো অতিশয়।