রাতভর চলছে বৃষ্টির উৎসব,
যেন শহরের কলুষতা সে ধুয়ে দিতে চায়।
নিয়ন আলোর মায়ায় বন্দী ঐ জোছনা,
ঠিক আমার জানালায় এসে দাঁড়ায়।
ধূসর ধুলো জমে ছিল সেখানে,
আর ঘুণে ধরা স্মৃতির পাতা।
ছায়াগুলো বাড়তে থাকে,
বাড়তে থাকে আমার নিঃসঙ্গতা...
ভেসে আসে বৃষ্টির একঘেয়েমি গান।
দেখতে দেখতে স্বপ্নগুলোর শবযাত্রায় ভিড় জমে যায়,
ভবঘুরের মতো ঘুরে বেড়ায় তারা।
জীর্ণ আমাকে যেন
ক্রমশ আরও ঠেলে নিয়ে যায় ভ্রান্ত পথে।
স্তব্দ আমি ক্লান্তিহীনতায় এগুতে থাকি
অবিরত...