Tuesday, March 15, 2011

জীবন-গণিত

কি চেয়েছ তুমি আর কি পেয়েছ?

অসমতার সমীকরণে ঘুরপাক কি খেয়েছ?

একটাই ধ্রুব এ সমীকরণে,

এমনকি তুমিও থাক চলকের বেশে!

গোলকধাঁধা নাকি সরল ভ্রমন?

এই ভেবে

ক্যালকুলাসের মাথা ঘুরে যায়,

মেকানিক্স করে আত্মসমর্পণ।

প্রেমিকার চোখে লেগে থাকা

কিছু রহস্যময়তা!!

বামপক্ষ ডানপক্ষের

অনর্থক বাকবিতণ্ডা

মনে করি’র স্বাধীনতায়,

নাটাই ছেঁড়া রঙিন ঘুড়ি উড়ে যায়।

সহজ নয় এ জীবনের সরল সমীকরণ,

bodmas সূত্র-ও অবাক তাকিয়ে রয়।

No comments:

Post a Comment