আর কতো নামতে বাকি তোমার?
নিজেকে দাবি করো সভ্য!
হিংস্র পশুগুলোও লজ্জা পায় তোমার অসভ্যতায়,
তোমার পাশবিকতায়।
চারপাশ ভরে আছে আজ বোবা কান্নায়,
ভরে আছে মানবতার বিদীর্ণ চিৎকারে।
খেয়ালী মুখোশের আড়ালে
বারবার মিশে যাও জনতার ভিড়ে।
আর কতো নামতে বাকি তোমার?
শুধু ভাবো তুমিই পারো,
তুমিই পারো নির্মমতার বুলডোজার চালাতে।
ভুলে যেতে চাও অসহায়েরও সহায় রয়েছে।
একদিন ঠিক আসবে,
যেদিন সব এক হয়ে
তোমার অহংকারের ভ্রান্ত দেয়াল গুঁড়িয়ে দেবে।
আমি শত কণ্ঠস্বর হয়ে
সেদিনের মিছিলে গাইবো বিজয়ের গান।
No comments:
Post a Comment