Thursday, March 3, 2011

পরিচয়

আমি সভ্য মানুষ,

বড়ই ভদ্র

একটুও না ভেবে মিথ্যে বলতে পারি,

চুপচাপ মেনে নিতে পারি অন্যায় দুর্নীতি

সময়ের স্রোতে গা ভাসিয়ে যাই,

কি দরকার দেশ-দশ নিয়ে ভাবার?

অন্যকে দোষ দিতে অযথা চিন্তা করি না,

নিজের দোষ খুঁজে সময় নষ্ট করার সময় পাই না

এসি গাড়িতে বসে শীতল বাতাস খেতে ভালবাসি,

রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে দেখে বিচলিত হই না

টিভি-পত্রিকায় ন্যায়ের কথা বলি,

আর নিজে ডুবে থাকি দুর্নীতির সাগরে

পহেলা বৈশাখ আর ফেব্রুয়ারীতে বাংলা আওয়াজ ছাড়ি,

বাকি দিনগুলোয় চালাই ইংরাজী।

হাত গুটিয়ে বলতে ভালবাসি,

“আমার কিছু করার নাই,দোষ ঐ সিস্টেমের”!

এই হল আমার পরিচয়,

মানুষ আমি ভালো অতিশয়।

No comments:

Post a Comment