Saturday, March 26, 2011

যুদ্ধ চাই

শান্তি চাই মোরা,

শান্তিপ্রিয় মানুষ

ট্যাঙ্ক আর ফ্রিগেটের তুমুল আয়োজনে

শান্তি ছড়িয়ে দিই এ ধরায়

আমাদের বুলেট খতম করে ইচ্ছেমত

কিছু তথাকথিত সন্ত্রাসী কিছু বিপ্লবী

আর তার আড়ালে ঝরে যায়

হাজার হাজার নিরীহ প্রাণ

কে ভাবে তাদের নিয়ে?

হয়তো কিশোরটি রাস্তায় গিয়েছিল

অসুস্থ মায়ের ওষুধ নিতে,

ছোট্ট শিশুটি ছিল বাবার কোলে,

নির্বোধ বোমা কিইবা বুঝবে তার?

যেখানে চরম সভ্য হয়েও আমরা বুঝতে চাই না

কি চাই আমরা?

শান্তির নামে জ্বালানী?

কবে থামবে এ প্রহসন?

শান্তির নামে এ কি অশান্তির মেলা?

সরকার-বিদ্রোহী এত কঠিন কঠিন শব্দ আমি বুঝি না,

আমি একটাই যুদ্ধ বুঝি...

যে যুদ্ধ হবে সত্যের,

যে যুদ্ধে সাম্রাজ্যবাদীদের পরাজয়ে

হবে মানবতার জয়

No comments:

Post a Comment