অনুভূতির প্রাচীর ভেঙ্গে
চিৎকার করে কিছু শব্দ।
কিছু আশা আর অনেকটা হতাশা।
নির্জনতার রাজ্যে লুটপাট করে তারা।
শুন্যতা জুড়ে ভ্রান্ত মায়ার অবাধ বিচরণ,
উত্তাল হাওয়ায় উড়ে বেড়ায় ইচ্ছে ঘুড়ি,
নিয়মের কারাগারে এ কি বিদ্রোহ আজ?
ভাবনাগুলো সব নিয়েছে ছুটি,
সাথে তোমার আর আমার না বলা কথা
ফানুস হয়ে ভেসে যায় দিগন্তের সীমানায়।
ছায়ারা বাড়তে থাকে অবিরত,
অলস দুপুর দোহাই দেয় ব্যস্ত জীবনের,
নীরবে চেয়ে চেয়ে দেখি এ সবই,
দেখি বড় অচেনা অপরিচিত আবেগগুলোর মিছিল।
বড় নির্বোধ একই সাথে বড় আশাবাদী আমি।
কিছুটা বুঝে অনেকটা না বুঝে,
সুখী হয়ে চলি,
নাহয় থাকলই বা কিছুটা অচেনা আবেগ।
তাতে কিইবা আসে যায় তার?