Tuesday, February 15, 2011

অন্তহীন যাত্রা

হেঁটে চলেছি নিয়ত,
পরিচিত পথে,
অপরিচিত মুখের ভিড়ে।
ক্লান্তি আমায় ছুঁয়ে যায় না,
অবশ আমার অনুভূতি,
ইচ্ছেগুলো সব নিয়েছে ছুটি।
অলস দুপুরগুলো অলস থাকে না,
আকাশের মন কেমন তা হয়না জানা।
‘বহু বিদ্রোহ দিয়েছে মনের প্রান্ত নাড়া,
তবু হতবাক দিই নি সাড়া’।
নীরবে চেয়ে থাকি ফেলে আসা পথের দিকে,
হাজার মানুষের ভিড়েও একা আমি।
মনের মাঝে প্রশ্নের মিছিল,
কেউ কেউ করে এক দফা এক দাবি।
কতটা জেনেও কি অসহায় আমি!
অসীম সম্ভাব্যতার সীমাবদ্ধতায় থমকে থাকি,
ঐ বিশাল নীল আকাশটাও তার মাঝে ছোট হয়ে যায়,
তাই এখন বড় হারিয়ে যেতে ইচ্ছে হয়...
তোমার থেকে দূরে,
নিজের থেকে অনেক দূরে.....

No comments:

Post a Comment