যেতে চাই বহুদুরে,
স্বপ্নের সীমানা পেরিয়ে আরো দূরে।
সব বাঁধা সব কষ্টকে হারাতে হবে,
হারাতে হবে নিজেকে।
অনেক হয়েছে হেরে হেরে বেঁচে থাকা,
অনেক হয়েছে অহেতুক ভালবাসা।
এবার আমি গড়তে চাই নিজেকে,
তোমার মত নয়,নিজের মত করে।
নির্জন রাতে তারার মতো আলো জ্বালিয়ে,
পথ দেখাবো পথহারাদের।
তোমার শোষণের ভয়াল জাল ছিঁড়ে,
মুক্ত করবো এ সমাজকে।
‘অনেক নিয়েছ রক্ত দিয়েছ অনেক অত্যাচার,
আজ হোক তবে তোমার বিচার।
তুমি ভাব তুমি শুধু নিতে পার প্রাণ,
তোমার আছে ক্ষমতার কামান।
জানো নাকি আমাদেরও উষ্ণ বুক,রক্ত গাঢ় লাল,
পেছনে রয়েছে বিশ্ব,সাক্ষী মহাকাল।’
No comments:
Post a Comment