আজ আমার ইচ্ছে হল আবার ফিরে যেতে,
ফিরে যেতে আমার শৈশবে,
যা ছিল শুধুই আমার।
নাটাই ধরে উড়ানো স্বপ্নের ঘুড়ি,
স্কুল পালিয়ে রেললাইন ধরে অনন্ত পথচলা,
ধুলোর রাজ্যে গড়াগড়ি খাওয়া,
মায়ের বকুনিতে অভিমানে ডুবে থাকা,
আবার সেই মায়ের স্নেহের কোলে ঘুমিয়ে পড়া,
বাবার হাত ধরে ‘বড় বড়’ ভাবে ঘুরে বেড়ানো,
ঘুরে ঘুরে রঙিন জগৎ দেখা।
এখন আমি অনেক বড়!
তোমাদের এই পৃথিবীতে বড় হওয়া
বড়ই ঝামেলা!
কৃত্রিম আবেগ কৃত্রিম ভালবাসা,
কর্পোরেট জীবনযাত্রা।
ভালো না থেকেও ভালো থাকার অভিনয়,
হিসেব করে কথা বলা,
হিসেব করে ভালো লাগা,
নিঃস্বার্থ স্বার্থপরতা।
আনন্দ দুঃখ নয়,
এই জীবন এখন বিস্ময়ের।
No comments:
Post a Comment