Friday, February 4, 2011

প্রশ্ন

আজ এসেছি তোমাদের কাছে

কিছু প্রশ্নের জবাব জানতে,

দিতে কি পারো আমার প্রশ্নের উত্তর?

স্বাধীনতার ৪০বছর পর

আজো কেন স্বাধীন হতে পারিনি?

বায়ান্নর ৬০বছর পর

আজো কেন বাংলা নীরবে কাঁদে?

কেন সরকার মানেই জনবিচ্ছিন্ন শাসকদল?

কেন রাজনীতি হয়ে গিয়েছে রাজার নীতি?

কেন সুবিশাল অট্টালিকার আভিজাত্য

পাশের বস্তির দারিদ্রতাকে উপহাস করে?

কেন আমি থেকে আমরা হতে পারছি না সবাই?

পহেলা বৈশাখ মানে আজ ইলিশ-পান্তা,

বাংরেজি হল আধুনিকতা।

বিনয় মানে দুর্বল,

এবং উদ্ধত হলে ভাল

দুর্নীতিই আমাদের মূলনীতি,

ভেবে দেখেছ কখনো কি?

No comments:

Post a Comment