Tuesday, February 22, 2011

আমার দেশ

পেয়েছি অনেক কিছু,

লাল সবুজের এই বাংলাদেশ।

পেয়েছি স্বপ্ন দেখার অবাধ স্বাধীনতা,

মায়ের মত মধুর এক বাংলা ভাষা।

সবুজ সবুজে ছেয়ে যাওয়া প্রান্তর,

তার মাঝে লুকিয়ে থাকা মমতার ঘর।

শিরায় শিরায় বয়ে চলা নদীগুলো,

সোনার তরীতে ভাসিয়ে নেয় সব দুঃখ।

সাগরের ঐ বিশালতায়,

মনের মেঘগুলো চিরতরে হারায়।

শ্রাবনের অঝোর বর্ষণে,

ভিজে যাই; ভুলে যাই যা ভোলার।

সাদা কাশবন,সাদা চাঁদের আলো,

সাদার মিছিলে স্লোগান উঠে সুখের।

এতো কিছু পেয়েও প্রায়ই বলি,

দিয়েছ কি হে দেশ তুমি?

আসলে অকৃতজ্ঞতার ভারে নুহ্য হয়ে

বড় ভয়ে ভয়ে থাকি...

যদি আমার দেশ কথা বলতে পারে?

যদি জিজ্ঞেস করে কি দিয়েছি তাকে আমি?

1 comment: