“হরতাল সফল করায় জনগণকে ধন্যবাদ”!
“হরতাল ব্যর্থ করায় জনগণকে ধন্যবাদ”!
যা কিছু হোক আমজনতা ধন্যবাদ পেতেই থাকবে।
কেউ ভেবে দেখে না
কিবা পেল জনগণ আর কিইবা হারালো...
সবাই ব্যস্ত নিজের হিসেব মেলাতে।
কোথায় গেল সেইসব আশ্বাস প্রতিশ্রুতি?
ট্রাফিক জ্যাম আর লোডশেডিং
সাথে ফ্রী মিলছে সরকারি বেসরকারি সন্ত্রাসী,
এর মাঝে সব ছাপিয়ে বড় হয়ে যায় একটি বাড়ি।
ক্ষুধার্তের পেটে ভাত যোগানোর নেই ভাবনা,
চিন্তা কেবল নামকরন এবং ডিজিটাল কল্পনা।
দল বদলায়...
কিন্তু সরকারের আচরন বদলায় না।
মুজিব কোট থেকে সাফারি,
সবাই করে নিজের পকেট ভারি।
মাঝখানে কেঁদে মরে
নামজানা নাম না জানা হতভাগ্য মানুষের দল।
স্বৈরাচার আর গণতন্ত্র এক হয়ে যায় ক্ষমতার মোহে,
বিভ্রান্ত মানুষ চেয়ে থাকে অপলক দৃষ্টিতে।
কোনটা সত্য কোনটা মিথ্যে বোঝা বড় দায়,
‘সকল ক্ষমতার উৎস’ জনগণ শুধু ধোঁকা খেয়ে যায়।
No comments:
Post a Comment