ভেবেছিলাম আর দুঃখ করব না,
তোমাকেও অকারণ বিরক্ত করব না তথাকথিত পুরানো কাসুন্দি ঘেঁটে।
কিন্তু এই নির্বোধ মন শুনে কার কথা?
তাই আবারো বসলাম আমার স্মৃতির পসরা সাজিয়ে।
তোমার ঘুমের অন্ধকার পথ বেয়ে,
হেঁটে চলে আমার স্বপ্ন কিংবা দুঃস্বপ্নের দল।
নিজেই নিজেকে বারবার প্রশ্ন করে
ভালবাসা কি ছিল তা নাকি কেবলই ছিল ছল!
যখন তোমার চোখে
অবিরত খুঁজে যেতাম নিজেকে
কিসের ছায়া দেখতে পেয়ে
ভাবতাম এইতো আমি,আর কি চাই এই জীবনে?
কিছু ভুল ছিল বৈকি,ছিল অকারণ মান-অভিমান
সুনিশ্চিত ভবিষ্যৎ চাওয়ার আগে যা ছিল ভালবাসার প্রমান
তাহলে কে জয়ী কে পরাজয়ী কেইবা হল মহান?
আমি না থাকলেই কি হল সব মুশকিল আসান?
একদিন হয়ত পুরানো স্মৃতির ভিড়ে
ফিরে আসব এই আমি,
শরীরে কিংবা অশরীরে...
সেদিন বুঝবে কেন ভালবাসা সবথেকে দামি।
No comments:
Post a Comment