Tuesday, February 22, 2011

বাস্তব কল্পনা

তুমি নামের কল্পনা,

বাস্তবতাও থমকে দেখে যাকে

অস্তিত্বের অমোঘ আহবানে,

হারিয়ে খুঁজি আমার তোমাকে

সাথে থাকে রাতের তারা,

আর কিছু জোছনা...কিছু অদেখা ভালবাসা

পথ হারা পথিক আমি,

বেসুরো গানের গায়ক...ছন্দহীন কবিতার কবি

দুঃখগুলো যেন উপহাস করছে,

আর সুখগুলো তো কবেই গিয়েছে ছেড়ে

এখন একা আমি, বিচ্ছিন্ন দ্বীপ হয়ে,

নিজের ভেলায় ঘুরে বেরাই ভ্রান্ত মনে।

সবার মতো নই আমি, আমার মতো আমি,

তাই আমার নতুন আমাকে আবার ভেঙ্গে গড়ছি

হয়তো কড়া নেড়েছি ভুল জানালায়,

কিন্তু কড়া নাড়তে তো জেনেছি!!

No comments:

Post a Comment