Wednesday, February 2, 2011

প্রলাপ

শব্দগুলো কেমন যেন বারবার পথ হারিয়ে ফেলছে।

হয়তো আমিও...

আজতো অন্যরকম কোন দিন নয়,

বাড়ি ফিরেছি সেই পরিচিত লাস্ট বাসে

সূর্যের দেখা আজো মেলেনি...

তাতে কি বা আসে যায় আমার কিংবা সূর্যের?

চাঁদ তো দেখেছি!

জোছনার আলোয় নাকি পৃথিবীকে আরো মায়াময় দেখায়!

মায়া নাকি ছলনা?

বিমূর্ত সময় বয়ে চলে সব প্রশ্নের জবাব এড়িয়ে।

আমিও এগিয়ে যাই তার সাথে...

কাটছে সময় কাটুক।

প্রতিদিন মনে হয় ধ্যাত এটা কি জীবন!

মনের অজান্তেই এ ভাবনাও এখন গা সওয়া

যাচ্ছে দিন যাক,

কিছু হিসেব নাহয় বেহিসেবি হয়ে থাকুক...

বেচারা জীবন একটু হাঁফ ছেড়ে বাঁচুক।

No comments:

Post a Comment